বার্তা বাজারে সংবাদ প্রকাশ: বয়ষ্কভাতার কার্ড পেলো সেই বৃদ্ধা

ফজিরন বেওয়া ,জন্মেছেন ১৯৩৭ সালের ২১ জুলাই,সেই হিসেবে বর্তমান বয়স তেনার ৮২ বছর। বিয়ে হয়েছে তার ১৪ বছর বয়স থাকতে,এরপর বিয়ের দীর্ঘ বছর পর স্বামীকে হারান,১ মাত্র মেয়ে ছিলো,সেই মেয়েও কঠিন অসুখে মারা গেছে আজ ১৫ বছর হলো।

বর্তমানে ফজিরন বেওয়া কুড়িগ্রাম জেলা সদরের পাঁচগাছি ইউনিয়নের দক্ষিন চর সিতাইঝড় গ্রামের মিয়াজি পাড়ায় একায় ১টি ঘরে দিন-রাত ২৪ ঘন্টা থাকেন আবদ্ধে। বয়স হয়েছে তাই অনেকটা কানেও শোনেন না,এই বৃৃদ্ধা। ফজিরন বেওয়াকে দেখা-শোনার জন্য নেই কেউ।

অবশেষে বার্তা বাজার এ সংবাদ প্রকাশের পর সরকারি ভাবে ভাতা পেলেন এই বৃদ্ধা। ২৪ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৃদ্ধার হাতে ভাতা বই প্রদান করেন উপজেলা সমাজ সেবা অফিসার এস এম হাবিবুর রহমান।

এ প্রসঙ্গে উপজেলা সমাজ সেবা অফিসার বার্তা বাজার কে বলেন,”বার্তা বাজারে প্রকাশিত নিউজটি আমাদের নজরে আসে,এরপর আমরা বৃদ্ধাটিকে ভাতা প্রদান করি,এজন্য বার্তা বাজার কে ধন্যবাদ।” উপকারভোগী ফজিরন বেওয়া হাসি মুখে বলেন,”বাহে এতদিন থাকি কোন কার্ড পাই নি,আজ পাইলাম ভাল লাগছে,তোমাক ধন্যবাদ।”

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে”
এই শিরোনামে সংবাদ প্রকাশ করে বার্তা বাজার।
আবদ্ধ ঘরে বৃদ্ধা, বয়স ৮০ পেরোলেও জোটেনি ভাতা!”

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর