নুরের ওপর হামলা: গ্রেফতার ৩ জনকে আদালতে হাজির

ডাকসু ভিপি নুরের ওপর হামলা মামলায় গ্রেফতার তিনজনকে আদালতে হাজির করা হয়েছে। তাদের তিন দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। আর বিকাল ৪টায় রিমান্ডের আদেশ দিবেন আদালত।

গত সোমবার মধ্যরাতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে
শাহবাগ থানা পুলিশ। দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭ ও ১০৯ ধারায় মামলাটি করা হয়।

এর আগে এই মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন, ইয়াসির আরাফাত তূর্য ও শান্ত নামে তিনজনকে গ্রেফতার দেখায় পুলিশ।
রবিবার দুপুর পৌনে ১২টা থেকে ২টা পর্যন্ত ডাকসু কার্যালয়ে ভিপি নুরের কক্ষে ও ভবনের সামনে হামলা চালানো হয়। হামলায় অন্তত ৩৫ জন আহত হন। তাদের মধ্যে ফারাবির অবস্থা সংকটাপন্ন।

বিস্তারিত আসছে…

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর