আম্পায়ারকে গালি দেওয়ায় ৮ ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ডিয়াগো কস্তা

গেল রবিবার বার্সেলোনার বিপক্ষের ম্যাচে ২-০ গোলে হারে অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের অধিনায়ক দিয়াগো গডিন ও হোসে গিমেনিজকে হ্লুদ কার্ড দেখানোতে রেফারিকে বাধা দেন তিনি। পরে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দিয়াগো কস্তা। এতে রেগে গিয়ে আম্পায়ারকে গালি দেন তিনি।

এই ঘটনার ভিডিও ফুটেজ দেখে তদন্তে নামে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা মেলায় ৮ ম্যাচের জন্য নিষিধ্ব করা হয় তাকে। সাথে জরিমানা করা হয় পাঁচ হাজার দুই শো ইউরোও। এটি ৩০ বছর বয়সি কস্তার ক্যারিয়ারের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর