লক্ষ্মীপুরে হলিগার্লস শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। তাই বিজ্ঞান ও বিজ্ঞানের উদ্ভাবনের সাথে পরিচয় করিয়ে দিতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান প্রযুক্তি মেলা। বৃহস্পতিবার সকালে শহরের হলিগালর্স স্কুল এন্ড কলেজ আয়োজিত ক্যাম্পাস মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।এতে প্রায় ২০টি স্টলে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মেলায় লোড শেডিংয়ের ফলে বিদ্যুতের চাহিদা, দুষণ মুক্ত পরিবেশ, শহর ও নগরায়নসহ বিজ্ঞানের উদ্ভাবন গুলো প্রদর্শন করেন ক্ষুদে বিজ্ঞানীরা। এসময় এসব ক্ষুদে বিজ্ঞানীদের স্টল পরিদর্শন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, ইউসিবএিল ব্যাংকের ম্যানেজার নুরুল ইসলাম, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রেজাউল করিম সুমনসহ অতিথিরা। পরে সেরা স্টলের ক্ষুদে বিজ্ঞানীদের পুরস্কৃত করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর