জানাজার মাঠেই আছে নুসরাতের অপরাধীরা : আলাউদ্দিন নাসিম

নুসরাত জাহান রাফি হত্যার আসামিরা খুব বেশি দূরে নয়, এ জানাজার মাঠেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার এবং আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী মো. সাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা-পূর্ব বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, নুসরাত হত‌্যাকাণ্ডের আসামিরা যদি ৪০ হাত মাটির নিচেও থাকে, তাদের সেখান থেকে বের করে বিচারের আওতায় নিয়ে আসা হবে। নুসরাত পুরো বাংলাদেশের একটি প্রেরণার নাম। নুসরাত দেখিয়ে গিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয়।

এসময় ছাত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

নুসরাতের বাবার ইমামতিতে জানাজায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ছাড়াও ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত জেলা প্রসাশক এনামুল করিম, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল পারভেজ প্রমুখ।

জানাজায় সোনাগাজীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ অংশ নেন।

এরপর পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর