শেরপুরের পুলিশ সুপার সাংবাদিকদের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময়

শেরপুর জেলা শহরের উপকণ্ঠে পুলিশ লাইন্স মিলনায়তনে “প্রতিদিন উঠে নূতন সূর্য্য আসে নূতন জীবন, প্রতিদিনই আমাদের মুক্তিযুদ্ধ” এ শ্লোগানকে সামনে রেখে ১১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে অগ্রীম বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেছেন।

বাংলা শুভ নববর্ষ ১৪২৬ কে স্বাগত জানাতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম শেরপুর জেলা সদরসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার দুপুরে অগ্রীম বৈশাখী শুভেচ্ছা বিনিময় কালে তার বক্তব্যয় বলেন, জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। এছাড়াও তিনি আরো বলেন, শেরপুর জেলায় মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বৈশাখী শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শেরপুরে বাংলা শুভ নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে এবং দিবসের শুভ সূচনা ও অনুষ্ঠান শেষ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তায় সাদা পোষাকসহ অন্যান্য পুলিশ ফোর্স মোতায়েন করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ শরীফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জু প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম, ডিআইও-১ মোঃ মোখলেসুর রহমান, অন্যান্য পুলিশ অফিসারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমসহ অন্যান্য কর্মকর্তাগণ বাঙালীর কৃষ্টি ও আবহমান বাংলার মাটির পাতিলে রাখা বাতাসা, চিড়া, মুড়িসহ অন্যান্য বৈশাখী খাবার সামগ্রী উপস্থিত সাংবাদিকদের হাতে তুলে দেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর