কোম্পানীগঞ্জে মাদকবিরোধী সমাবেশে জনতার ঢল

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার বসুরহাট বাজারে পৌর মেয়র আব্দুল কাদের মির্জার আহ্বানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার আহ্বানে সাড়া দিয়ে মাদকবিরোধী সমাবেশে শিক্ষক,শিক্ষার্থী, পেশাজীবি সহ কোম্পানীগঞ্জের সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মেয়র আব্দুল কাদের মির্জার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস-চেয়ারম্যান আরজুমান আরা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইয়াছিন, কোম্পানীগঞ্জ থানার ওসি মো.আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াৎ খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আবুল খায়ের, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল , স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না, বসুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

মেয়র আবদুল কাদের মির্জা তার বক্তব্যে বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে মাদকের সমূলে উৎপাটনে সবার সহযোগিতা চাই। মাদকের ভয়াবহতার কারণে আমাদের যুবসমাজ ও ছাত্রসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আগামী প্রজন্ম রক্ষার স্বার্থে এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে এখনই দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়ে যেতে হবে। এতে যত বড় রাঘব-বোয়াল হোক বা আমার দলের যত বড় নেতাই হোক না কেন, কাউকে এ বিষয়ে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিন। মেয়র আব্দুল কাদের মির্জর প্রশাসনের সবাইকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে দায়িত্বপালন করার আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর