রেফারির সাথে বাজে ব্যবহার অতঃপর.. করুন অবস্থা

স্প্যানিশ লীগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এটলেটিকো ফরওয়ার্ড দিয়েগো কস্তা। রেফারির সাথে বাজে ব্যবহারের শাস্তিস্বরূপ আরও বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে যাচ্ছেন স্প্যানিশ এই ফরওয়ার্ড।

বার্সেলোনার বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ২৮ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল দিয়েগো কস্তাকে। ওই ম্যাচে রেফারির মাকে নিয়ে অশ্রাব্য গালিগালাজ করায় কস্তা আট ম্যাচের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন বলে রেডিও মার্কার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সরাসরি লাল কার্ড দেখলে সাধারণত তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে থাকেন খেলোয়াড়েরা। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো কস্তা বড় ধরণের শাস্তিই পেতে যাচ্ছেন বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।

ম্যাচ শেষে মানজানো অভিযোগ করেছেন যে, কস্তা তার মাকে নিয়ে অশ্রাব্য গালিগালাজ করেছেন। ম্যাচ অফিসিয়ালের সঙ্গে এমন আচরনের তদন্ত করছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আর তা প্রমানীত হলে বিপদ বাড়বে তার, সর্বোচ্চ ৮ ম্যাচ নিষিদ্ধ হতে পরুন তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর