দেশের যে জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ
বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন থেকে জানা গেছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সেঃ বৃদ্ধি পেতে পারে।

আজ বৃহস্পতিবার ঢাকার আকাশে সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬টা ১৯ মিনিটে। এদিন রাজধানীতে বাতাসের গতিবেগ থাকবে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিকে ঘন্টায় (১০-১৫) কিঃমিঃ যা অস্থায়ী দমকা হাওয়াসহ ঘন্টায় (২৫-৩৫) কিঃ মিঃ আপেক্ষিক আদ্রতা হবে ৮৯ শতাংশ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর