টিম ইন্ডিয়ার ওপেনার স্মৃতি মান্ধানাকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে বেছে নিল উইজডেন। উইজডেন অ্যালম্যান্যাক তাঁকে দিল ‘লিডিং উওমেন’স ক্রিকেটার অফ দি ইয়ার’ খেতাব।
ভারতের মহিলা টিমের ওপেনার আইসিসি’র ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন। তাঁর টি-২০ র্যাঙ্কিং তিন। ২০১৮-য় ১২টি ওয়ানডে ম্যাচ খেলে ৬৬৯ রান করেন স্মৃতি মান্ধানা। তাঁর গড় ছিল ৬৬.৯০। সেখানে ২৫টি টি-২০ ম্যাচে তাঁর রান ৬২২। স্ট্রাইক রেট ১৩০.৬৭।