চাকরির নিয়োগ ও পরীক্ষার প্রস্তুতিমূলক এমসিকিউ

বেশির ভাগ চাকরির বাছাই পরীক্ষার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ভর্তি পরীক্ষার উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন মাধ্যমিক পর্যায়ের বই থেকেই করা হয়। মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিষয়ের বই থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে মডেল টেস্ট আকারে সাজানো হলো—

১। বক্তৃতা দানে পটুকে এককথায় কী বলে?

ক. সুবক্তা খ. বক্তা

গ. বাচাল ঘ. বাগ্মী

২। ‘রাবণের চিতা’ বাগ্ধারার অর্থ কী?

ক. অনিষ্টে ইষ্ট লাভ খ. গরিবের চিতা

গ. সামান্য সম্পদ ঘ. চির-অশান্তি।

৩। ‘পাপে বিরত হও।’ এখানে পাপে কোন কারকে কোন বিভক্তি?

ক. অপাদানে সপ্তমী খ. করণে সপ্তমী

গ. কর্মে সপ্তমী ঘ. কর্তায় সপ্তমী

৪। ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়।’ উদাহরণটি কোন বর্তমান কালের?

ক. সাধারণ খ. নিত্যবৃত্ত

গ. ঘটমান ঘ. পুরাঘটিত

৫। ‘হরতন’, ‘রুইতন’ শব্দগুলো কোন ভাষার?

ক. গুজরাটি খ. জাপানি

গ. ওলন্দাজ ঘ. পর্তুগিজ

৬। ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. গব+এষণা খ. গো+এষণা

গ. গবে+ষণা ঘ. গ+বেষণা

৭। X+Y=12 এবং X-Y=2 হলে XY-এর মান কত?

ক. ৪ খ. ৩৬

গ. ২৪ ঘ. ৩৫

৮। a-b = 4 এবং ab = 60 হলে a+b এর মান কত?

ক. ১৬ খ. ৩০

গ. ৩৬ ঘ. ২৬

৯। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?

ক. ৩২% খ. ৩৬%

গ. ৩০% ঘ. ৩৯%

১০। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?

ক. ৯৮ মিটার খ. ৯২ মিটার

গ. ৯৬ মিটার ঘ. ৯০ মিটার

১১। সুষম খাদ্যের উপাদান কয়টি?

ক. ৫টি খ.৭টি

গ. ৬টি ঘ. ৯টি

১২। নিচের কোনটির অভাবে বেরিবেরি রোগ হয়?

ক. থায়ামিন খ. পিরিডক্সিন

গ. প্রোটিন ঘ. অ্যাসকরবিক এসিড

১৩। বিএমআই কত হলে বুঝব একজন ব্যক্তির দেহে স্বাভাবিক ওজন বজায় আছে?

ক. ১৮-এর নিচে খ. ১৮.৫-২৪.৯

গ. ২৫-২৯.৯ ঘ. ৩০-এর ওপরে

১৪। হাড় ও দাঁতকে মজবুত করে—

ক. ফসফরাস খ. আয়োডিন

গ. পটাসিয়াম ঘ. ম্যাগনেসিয়াম

১৫। বিদ্যুৎ বিলের হিসাব করা হয়—

ক. ওয়াটে

খ. কিলোওয়াটে

গ. কিলোওয়াট ঘণ্টায়

ঘ. ওয়াট ঘণ্টায়

১৬। ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?

ক. ঢাকায় খ. চট্টগ্রামে

গ. দিল্লিতে ঘ. লাহোরে

১৭। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?

ক. ভোলায়

খ. লুসাই পাহাড়ে

গ. আরাকান পাহাড়

ঘ. নাগা-মণিপুর অঞ্চলে

১৮। একটি রাষ্ট্র কয়টি উপাদানের সমন্বয়ে গঠিত?

ক. ৪টি খ. ২টি

গ. ৬টি ঘ. ৫টি

১৯। নাগরিক শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়?

ক. Civics

খ. Civil

গ. Citizis

ঘ. Citizen

২০। He had a — headache.

ক. acute

খ. strong

গ. bad

ঘ. normal

২১। ‘Pass away’ means-

ক. die

খ. pass

গ. fall

ঘ. erase

২২। The antonym of ‘perilous’-

ক. garrulous

খ. rebellious

গ. safe

ঘ. tiny

২৩। ‘বৈকুণ্ঠের উইল’ গ্রন্থটির লেখক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. মানিক বন্দ্যোপাধ্যায়

ঘ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

২৪। বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে?

ক. ফুয়াদ মাসুম

খ. মার্শাল ম্যাকলুহান

গ. রবাট হিন্স

ঘ. মার্ক জুকারবার্গ

২৫। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?

ক. নাটোর খ. দিনাজপুর

গ. বগুড়া ঘ. পাবনা

উত্তর মিলিয়ে নিন : ১. ঘ, ২. ঘ, ৩. ক,৪. খ, ৫. গ, ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. গ, ১০. গ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. গ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ক, ১৯. ক, ২০. গ, ২১. ক, ২২. গ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. গ।

মডেল টেস্টটি প্রস্তুত করেছেন জুবায়ের আহম্মেদ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর