আজ রংপুরের বিপক্ষে মাঠে নামবে মাহমুদ উল্লাহ

ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংস। ইনিংস হার এড়াতে লড়ছে তখন বাংলাদেশ। মাহমুদ উল্লাহর স্বাচ্ছন্দ ব্যাটিংয়ে ছিল আশার আলো। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার কারণে তো মাঠ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়েই বেরিয়ে যেতে হয় এ ব্যাটসম্যানকে। এরপর ঠিক তিন সপ্তাহ মাঠের বাইরে। যে কারণে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। অবশেষে ইনজুরি থেকে মাহমুদ সেরে উঠেছেন পুরোপুরি। আজ শনিবার (১৪ ডিসেম্বর) রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

তাই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য এটা দারুণ সুখবর। শুধু অলরাউন্ডার নয়, একজন অধিনায়ককেও যে ফেরত পাচ্ছে তারা। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ইমরুল কায়েস নেতৃত্ব দেবেন বলে প্রথম ম্যাচের আগে জানানো হয়। কিন্তু মাঠে টস করতে নামেন ক্যারিবিয়ান রায়াদ এমরিট। প্রথম দুই ম্যাচেই অধিনায়ক ছিলেন তিনি। আজ রংপুর রেঞ্জার্সের বিপক্ষে প্রত্যাবর্তনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বও দেবেন মাহমুদ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর