বর্ষসেরা ফুটবলার হয়েছেন জামাল ভূঁইয়া

২০১৮ সালের সেরা ফুটবলারদের পুরস্কৃত করেছে সাপোর্টারদের সংগঠন এসবিএফ। দেশসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন অধিনায়ক জামাল ভূইয়া। সংগঠকদেরও দেয়া হয়েছে বিশেষ সম্মাননা।

শুক্রবার রাতে, নাচে গানে শুরু হয় সাপোর্টারস ও বাংলাদেশ ফুটবল অ্যাওয়ার্ড নাইট। সংগঠক হারুন অর রশিদকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা। ২০১৮ সালের দেশসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম রানা, সেরা মিডফিল্ডার আবাহনীর সোহেল রানা, সেরা ফরোয়ার্ড তকলিস আহম্মেদ, সেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন ইয়াসিন খান। বয়স ভিত্তিকের সেরা ফুটবলার হয়েছেন ফয়সাল আহম্মেদ ফাহিম।

এদিকে, বর্ষসেরা ফুটবলারের সঙ্গে জামাল ভূঁইয়ার হাতে উঠেছে দর্শক ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডও। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন মনিকা চাকমা। সেরা ইমার্জিং প্লেয়ার হয়েছেন রবিউল হাসান। প্রিমিয়ার লিগের সেরা কোচ হয়েছেন অস্কার ব্রুজেন আর সেরা পারফর্মার দানিয়েল কলিন্দ্রেস। দুজনই বসুন্ধরা কিংসের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর