সৌম্যের ব্যাটিং তান্ডবে লড়াই করছে কুমিল্লা

১৮১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করেন কুমিল্লার দুই ওপেনিং ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে এবং ইয়াসির আলী। ইয়াসির আলী কিছুটা ধীরগতি হলেও বিদ্ধ্বংসি ব্যাটিং চালান রাজাপাকসে।প্রথম ২.৪ ওভারে কুমিল্লা নেন ৩২ রান।

ভালো খেলতে খেলতে হটাৎ তালগোল পাকিয়ে পেলেন রাজাপাকসে। দলীয় ৩২ রানের মাথায় ব্যাক্তিগত ১২ বলে ২৯ রান নিয়ে মাশরাফির বলে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন রাজাপাকসে। রাজাপাকসের পর একই পথ অনুসরণ করেন রাব্বি। ৩ রান নিয়ে মেহ্দীর বলে আউট হয়ে মাঠ ছাড়েন রাব্বি। দারুন শুরুর পর ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে কুমিল্লা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৫ ওভারে ২ উইকেটে ৫১ রান। এর আগে তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন তামিম। তার ইনিংসটি ৫৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় সাজানো।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ওয়ারিয়র্স ও ঢাকা প্লাটুন।

এদিন টস জিতে ঢাকা প্লাটুনকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা ওয়ারিয়র্স। ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলতে নামা আফগান অফ স্পিনার মুজিব-উর-রহমানের করা ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউ হন এনামুল হক বিজয়।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মেহেদি হাসান। দলীয় ২৬ রানে ফেরেন ১২ রান করা মেহেদি। এরপর লরি ইভান্সকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন তামিম। ২৪ বলে ২৩ রান করে ফেরেন ইভান্স।

৪০ বলে ফিফটি তুলে নেয়ার পর আরও বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন তামিম ইকবাল। অর্ধশতক হাঁকানোর পর ১৩ বলের মধ্যে ৩টি চার ও এক ছক্কায় যোগ করেন ২৪ রান। ৫৩ বলে ৭৪ রান করেন তামিম আউট হওয়ার পর মাত্র ৪ রান করেই ফেরেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। আগের ম্যাচে শূন্য রানের সেঞ্চুরি করা আফ্রিদি এদিনও ব্যর্থ।

এরপর গোল্ডেন ডাক পান ওয়াহাব রিয়াজ। ইনিংসের শেষ দিকে মাত্র ১৭ বল খেলে ৭টি চার ও এক ছক্কায় অরপরাজিত ৪২ রান করে দলকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দিতে সাহায্য করেন শ্রীলংকার তারকা অলরাউন্ডার থিসেরা পেরেরা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর