শেরপুরের পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

শেরপুর জেলার সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সময়মত ইউপি কর পরিশোধ করুন, মানসম্মত সেবা গ্রহণ করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাকুড়িয়া ইউপি’র ২০১৯-২০২০ অর্থ বছরের পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সম্মুখে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, ইউপি সচিব মোঃ নূরে আলম সিদ্দিকী। বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ৯ লক্ষ ৯৪ হাজার ৮৭৮ টাকা এবং উন্নয়ন বাজেট ১ কোটি ৪৩ লক্ষ ৮৩ হাজার ২১১ টাকা ঘোষণা করা হয়।

পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার (এলজিএসপি-৩) ফ্যাসিলিটেটর মোঃ আব্দুর রহীম, জেলা পরিষদ সদস্য মোঃ কফিল উদ্দিন, গণই শহীদ মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল উদ্দিন, চৈতনখিলা জাব্বারিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আইন উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রবিউল হোসেন, প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক এম.কে জামান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ আব্দুল মজিদ মন্টু, উপ-সহকারী কৃষি অফিসার মনোয়ার হোসেন ডালিম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ তারা বানু, সজিলা বেগম, ছানুয়ারা বেগম, ইউপি সদস্য মফিজুল হক, সেলিম, নজরুল ইসলাম, আব্দুল জলিল, হারুনুর রশিদ, মতি মিয়া, এমদাদুল হক দুলাল, আব্দুল ছালাম মিসকিন ও আব্দুল হালিম।

পাকুড়িয়া ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট অনুষ্ঠানে সভাপতির বক্তব্যয় চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী বলেন, পাকুড়িয়া ইউনিয়নে দীর্ঘদিনেও কোন চেয়ারম্যানগণ ইউপি ভবন নির্মাণের উদ্যোগ নেয়নি। তিনি পাকুড়িয়া ইউনিয়নে দায়িত্ব গ্রহণের পর নিজস্ব অর্থায়নে ইউপি ভবনের জন্য জমিক্রয় করে সেখানে ইউপি ভবন নির্মাণের ব্যবস্থা করেছেন, যা সদ্য সমাপ্তির পথে। এছাড়াও পাকুড়িয়া ইউনিয়নের অবহেলিত সমস্ত সড়ক নির্মাণ, ইউনিয়নের ১১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোষাক, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। ইউনিয়নের কৃষকগণের মাঝে কৃষি উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, পাকুড়িয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মডেল ইউনিয়ন গড়তে বাজেট অনুষ্ঠানে আসা উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। বাজেট অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাজেট অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি স্থানীয় সরকার (এলজিএসপি-৩) ফ্যাসিলিটেটর মোঃ আব্দুর রহীম, পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী, ট্যাগ অফিসার হাবিবুর রহমান, ইউপি সচিব নূরে আলম সিদ্দিকী পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ২১১ জন উপকারভোগীদের মাঝে ভিজিডি’র কার্ড ও চাল বিতরণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মধ্যান্ন ভোজের আপ্যায়ন করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর