দারুন শুরু করে মুস্তাফিজের বলে বিদায় নেন সৌম্য

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইয়াসির আলীকে হারিয়ে বড় ধরণের ধাক্কা খায় কুমিল্লা। ইনিংসের প্রথম বলেই নবীর বলে বোল্ড হয়ে বিদায় নেন ইয়াসির। ইয়াসিরের বিদায়ের পর মাঠে আসেন নেপাল থেকে স্বর্ণ জয় করে আসা সৌম্য সরকার।

শুরুর ওভার দেখে খেললেও দলীয় দ্বিতীয় ওভার এবং পাকিস্তানি বোলার জুনায়েদের প্রথম ওভারে বিদ্ধ্বংসি হয়ে উঠেন সৌম্য। জুনায়েদের ওভারে ১৪ রান নেন সৌম্য। বিদ্ধ্বংসি হয়েও বেশিক্ষন মাঠে থাকতে পারেননি সৌম্য। মুস্তাফিজের প্রথম বলেই বিদায় নেন সৌম্য। দলীয় ৪১ রানের মাথায় ১৮ বলে ২৬ রান নিয়ে বিদায় নেন সৌম্য।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ৪৬ রান। এর আগে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা।

দুই দলেরই অধিনায়ক বিদেশি। কুমিল্লার পক্ষে টস করেছেন তাদের লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। রংপুরের অধিনায়ক আফগানিস্তানের মোহাম্মদ নবি।

কুমিল্লা একাদশ
সৌম্য সরকার, ডেভিড মালান, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, ইয়াসির আলি, সাব্বির রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, সানজামুল ইসলাম, আবু হায়দার, মুজিব উর রহমান, আল আমিন হোসেন।

রংপুর একাদশ
লুইস গ্রেগরি, মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ নবি (অধিনায়ক), মোহাম্মদ নাইম, ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম, জাকির হাসান, সঞ্জিত সাহা, জুনায়েদ খান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর