ববিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রতি বছরের ন্যায় এবারও আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

খেলোয়াড়দের উদ্দেশে উপাচার্য বলেন, ‘এই টুর্নামেন্টে কোনো দল চ্যাম্পিয়ন হবে, কোনো দল রানার্স আপ হবে আবার কোনো দল বাদ পড়ে যাবে। কিন্তু খেলাগুলো স্বচ্ছভাবে হওয়া চাই। আশাকরি এ বিষয়ে আমার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

এ সময় তিনি ধৈর্য্য ও সহিষ্ণুতা নিয়ে খেলা সম্পন্ন করার জন্য আহ্বান জানান।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস, সহকারী প্রক্টর রিফাত মাহমুদ, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল, সহকারী অধ্যাপক আরিফ হোসেন, সহকারী রেজিস্ট্রার মো. বাহাউদ্দিন গোলাপ, ক্রীড়া প্রশিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।##

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর