শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী শপথ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি রোধে শপথ নিয়েছে স্কুলের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে উপজেলার গুরুচরণ দুধনই আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সততা স্টোর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই শপথ নেয়। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই উদ্বোধনীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কাংশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যঅন জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কাশেম, সম্পাদক আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী জাহিদুল হক মনির প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর