কলাপাড়ায় ধানের মূল্য বৃদ্ধির দাবিতে কৃষকদের বিক্ষোভ

ধানের মূল্য বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে কৃষকরা। বিক্ষোভ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গলবার দুপুর ১২ টায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে স্মারক লিপি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

ঘন্টা ব্যপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির। স্মারক লিপিতে কৃষকরা উল্লেখ করেছেন,আট বিঘা জমি চাষাবাদ করতে কীটনাশক, রোপন, সার প্রয়োগ, কাট ও মাড়াইসহ ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। এরপর এতে উৎপাদন হয় ৮০ থেকে ১০০ মন ধান। বর্তমানে ধানের মন বিক্রি হচ্ছে পাঁচ’শ থেকে ছয়’শ টাকায়।

একারনে কৃষকরা দিনদিন ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছে। তাই কৃষদের দাবি প্রতি মন ধানের দাম কমপক্ষে এক হাজার টাকা থাকা দরকার ।এছাড়া সরকারি উদ্যোগে প্রকৃত কৃষকের কাছ থেকে নিয়ম-নীতি শিথিল করে ধান কেনার সুযোগ সৃষ্টি করার আবেদন জানায়।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর