দিনাজপুরে নিউজ নেটওর্য়াকের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

দিনাজপুরে নিউজ নেটওয়ার্কের আয়োজনে নারী ও মেয়েদের সুরক্ষাকারী মানবাধিকার কর্মীদের অংশ গ্রহণে ৩ দিনব্যাপি কর্মশালার সমাপ্ত হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দিনাজপুর পল্লী শ্রী মিলনায়তনে ৩ দিন ব্যাপী কর্মশালার সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের দেশবার্তার সম্পাদক চিত্ত ঘোষ।

সমাপনি অনুষ্ঠান ও দ্বিতীয় দিনে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল। প্রথম দিন প্রশিক্ষণ দেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী সম্পাদক শহীদুজ্জামান। এ ছাড়া সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম। পরিচালনায় ছিলেন নিউজ নেটওয়ার্কের রিসোর্স পার্সন সাংবাদিক মো. আসাদুল্লাহ্ সরকার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক সমকাল পত্রিকার দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানী, জিটিভির দিনাজপুর প্রতিনিধি তনুজা শারমিন, দিন বদলের সংবাদের কাশি কুমার ঝন্টু, দৈনিক দেশ রুপান্তর পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি সোহেল সানী, ভোরের দর্পন দিনাজপুর প্রতিনিধি সাহেব আলী, দেশবার্তার স্টাফ রিপোর্টার রফিক প্লাবন, পত্রালাপের স্টাফ রিপোর্টার ফজিবুর রহমান বাবুসহ অন্যান্য সাংবাদিক, শিক্ষার্থীসহ কর্মকর্তা শ্যামল রায় উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর