পটুয়াখালীতে এসো গড়ি নারীবান্ধব হাসপাতাল বিষয়ক মেলা’র উদ্বোধন

মাতৃ মৃত্যুর হার হ্রাস করার লক্ষ্যে পটুয়াখালীতে নারী বান্ধব হাসপাতাল সম্পর্কিত বিশেষ কর্মসূচীর আওতায় “এসো গড়ি নারীবান্ধব হাসপাতাল” শ্লোগান সামনে রেখে দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন।

আজ রবিবার সকাল ১০টায় নারী পক্ষ ও আদর্শ মানবসেবা সংস্থার সহযোগিতায় ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতাল আয়োজনে হাসপাতাল চত্বরে তত্বাবধায়ক ডাঃ মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে ও ডাঃ সিদ্ধার্থ শংকর দাস সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত (৩২৯ মহিলা আসন) সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, পটুয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন নারী পক্ষ’র নাজনিন সুলতানা, ডেপুটি নার্সিং সুপারিটেনডেন্ট মলিনা মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে বর্তমান সরকার স্বাস্থ্য সেবা বিশেষ করে নারী স্বাস্থ্য সেবা দোর গোড়ায় পৌছে দিতে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। মেলার লক্ষ্য ও উদ্দেশ্য তৃণমূলে পৌছে দেয়ার জন্য ডাক্তার, নার্সসহ সকল স্তরের কর্মকর্তাদের প্রতি আহবান জানান প্রধান অতিথি এড. মোঃ শাহজাহান মিয়া।

উক্ত মেলায় ৮টি স্টলে দুইদিন ব্যাপী স্তন ও জরায়ুসহ বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর