বিপিএল-এ এক ম্যাচ খেলেই বিরতি টানছেন সাকিব আল হাসান। চোখের সমস্যার জন্য আরও একবার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে আজ সিঙ্গাপুরে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কবে ফিরবেন, তা জানে না তার বিপিএল ফ্যাঞ্চাইজি ক্লাব রংপুর রাউডার্স।

বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে থেকে আরেকটি মত নেওয়ার জন্য এবার সিঙ্গাপুরে যাচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। জানিয়েছেন, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি। তার বিদেশ গমন ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানেই হচ্ছে।

শনিবার ফরচুন বরিশালের কাছে পাঁচ উইকেটের হার দিয়ে বিপিএলের দশম আসর শুরু করেছে রংপুর রাইডার্স। মিরপুর স্টেডিয়ামে নুরুল হাসান সোহানের নেতৃত্বে মাঠে নেমে সাকিব ব্যাট হাতে তিন বলে দুই রান করেন। বোলিংয়ে অবশ্য তিন ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট পান। মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ।

সাকিবকে সে ম্যাচে দলে পাওয়ার আশা করলেও তার ফ্যাঞ্চাইজি ক্লাব জানে না, কবে নাগাদ দেশে ফিরবেন দলের সেরা তারকা।

বার্তা বাজার/জে আই