বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে, আর সেই নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে।

শনিবার (২৭ মে) রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সরকার ক্ষমতায় থাকতে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। গোপন চুক্তির মাধ্যমে দেশের বহু এলাকা বিদেশিদের কাছে তুলে দিয়েছে। বিদেশি আগ্রাসনের পথ করে দিয়েছে তারা। ক্ষমতা থেকে গেলে সব বের হবে। কোনো প্রভু তাদের বাঁচাতে পারবে না।

তিনি বলেন, কোনো সভ্য দেশ আপনাদের জায়গা দেবে না। আপনাদের মতো চোর-বাটপারদের কেউ ভিসা দেবে না। বাংলার মাটিতেই থাকতে হবে। গত ১৪ বছরে আপনাদের সব অপকর্মের বিচার হবে। আপনারা (সরকার) মাইনকার চিপায় পড়ে গেছেন, আপনাদের আর বাঁচার সুযোগ নেই।

মির্জা আব্বাস আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর সরকার অত্যাচার নির্যাতন করছে। কর্মীদের ঘরে ঘুমাতে দেয়নি। সব কিছুর বিচার হবে। বিএনপি শান্তিপূর্ণভাবেই সবকিছু মোকাবিলা করবে। জনগণই সব ব্যবস্থা নেবে। লাখ লাখ যুবক রাস্তায় নেমে এসেছে। যুবকদের পদভারে শেখ হাসিনা সরকার বানের জলে ভেসে যাবে।

বার্তাবাজার/এম আই