বিশ্বকাপ ব্যর্থতার পর কোচ খুঁজছিল ব্রাজিল। স্থায়ী কোচ নিয়োগ না দিয়ে অন্তর্বর্তীকালীন কোচদের নিয়ে কাজ চালাচ্ছিলো তারা। ব্রাজিলের ফুটবল ফেডারেশন- সিবিএফের সভাপতি বারবার বলছিলেন, তাদের অপেক্ষা মূলত কার্লো আনচেলত্তিকে ঘিরে। নতুন বছরে রিয়াল মাদ্রিদ ছেড়ে তিনি ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন বলে জোর গুঞ্জনও চলছিল। তবে সব জল্পনায় জল ঢেলে রিয়ালেই ২০২৬ পর্যন্ত থাকার নতুন চুক্তি করেন ইতালিয়ান কোচ। এই ব্যাপারে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন আনচেলত্তি। ব্রাজিলকে ধন্যবাদ জানিয়ে রিয়ালকে ঘিরে তার স্বপ্নের কথা বলেছেন তিনি।

গত ৩০ ডিসেম্বর এক বিবৃতিতে আনচেলত্তির সঙ্গে নতুন চুক্তির খবর প্রকাশ করে রিয়াল। বছর শুরুর আগেই মিলিয়ে যায় ব্রাজিলকে ঘিরে সব গুঞ্জন।

নতুন বছরে লা লিগার ম্যাচের আগে ৬০ বছর বয়েসী কোচ স্বীকার করেছেন ব্রাজিলের সঙ্গে তার আলাপ চলছিল, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে প্রস্তাব পাওয়ায় ধন্যবাদও দিয়েছেন তিনি, ‘সবাই জানেন ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আমার যোগাযোগ হচ্ছিলো। আমার প্রতি আকর্ষণ ও আগ্রহ দেখানোয় আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।’

ব্রাজিলের সঙ্গে আলাপ করলেও রিয়ালই ছিলো আনচেলত্তির প্রথম পছন্দ। ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করে তিনি আরও বড় স্বপ্নও দেখছেন। এমনকি ২০২৮ সালের পরেও এই ক্লাবে পার করে দিতে চান রিয়ালকে অনেকগুলো ট্রফি জেতানো কোচ, ‘২০২৬ সালে ফলের উপর নির্ভর করে আমি এখানে (রিয়ালে) হয়তো আরও থাকব। আমি মাদ্রিদের কোচ হতে চেয়েছি। আমি আশা করছি ২০২৭ ও ২০২৮ সালেও চালিয়ে যাব কারণ আমি এখানে থাকতে চাই।’

বার্তাবাজার/এম আই