আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত দেশে একটা অনির্বাচিত সরকার চায়। ২৮ তারিখ তাদের কবর রচনা করতে হবে।

বুধবার (২৫ অক্টোবর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, ‘১/১১-এর কুশীলবরা আবার সক্রিয়। বিদেশি কুশীলবরাও সক্রিয়। বিএনপি সন্ত্রাসীদের ঢাকায় নিয়ে এসেছে। ২৮ তারিখে তাদের উচিত শিক্ষা দিতে হবে। এমন পরিস্থিতি করতে হবে যেন পরে আর কর্মসূচি দিতে না পারে।’

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেন, স্ব স্ব থানা ইউনিটে মিছিল করতে হবে। মিছিলের নগরীতে পরিণত করতে হবে ঢাকাকে। সন্ত্রাসীদের কাছে ঢাকার ২ কোটি মানুষকে জিম্মি হতে দেয়া যাবে না। ২৮ তারিখ সকাল থেকে পাহারা বসাতে হবে।

‘যেয়সা কুকুর তেয়সা মুগুর’করতে হবে উল্লেখ করে ২৮ তারিখের পর বিএনপি কোনো কর্মসূচি দিলে নেতা-কর্মীদের প্রতিদিনই রাজপথে থাকার নির্দেশনা দেন নানক।

সভায় ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘২৮ তারিখে নৌকার পেছনে মোটা মোটা লাঠি নিয়ে যেতে হবে। ফেস্টুনে মোটা মোটা লাঠি থাকবে। বিএনপির লোকজন কোথায় থাকে, কোন মেসে থাকে, কোন হোটেলে থাকে সব আমাদের নেতাকর্মীদের জানা আছে।’

সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বজলুর রহমান বলেন, ‘২৮ তারিখ আমাদের মহসমাবেশ রয়েছে। সেই সমাবেশ সফল করতেই আমাদের আজকের এই মতবিনিময় সভা।’

বার্তা বাজার/জে আই