টানা বর্ষণে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেশ কয়েকটি গ্রামে পানিতে ডুবে গেছে। এতে মানবেতর জীবনযাপন করছে শত শত পরিবার। এরই মাঝে বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার শাহানসা।

শনিবার বিকেলে বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে দেখতে যান তিনি। এসময় ওই গ্রামের অসহায় শতাধিক পরিবারকে অর্থ সহযোগীতা প্রদান করেন তিনি।

এসময় তার সাথে ছিলেন বুলাকীপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার এবং বুলাকীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন প্রধান সহ স্থানীয় নেতাকর্মী।

ওই গ্রামের সহযোগীতা পাওয়া পঞ্চাশোর্ধ্ব বৃদ্ধ তবিবর রহমান বলেন, ‘বৃষ্টির পানিত হামার গাঁও ডুবে গেছে। ছোলপোল নিয়ে কষ্টেত আছি। আজ হামার চেয়ারম্যান আইছিলো। তামান গাঁয়েত টেকা দিয়া গেছে।’

বানভাসি রহিমা বেগম বলেন, ‘ছোট সন্তানদেরকে নিয়ে কষ্টে আছি। পানিতে খেয়ে না খেয়ে দিন যাচ্ছে। আমাদের উপজেলা চেয়ারম্যান এসেছিলেন। তিনি কিছু টাকা দিয়েছেন। সেটা দিয়ে ডাল, আলু এবং শুকনা খাবার কিনে নিয়ে এসেছি।’

ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা বলেন, ‘বৃষ্টির পানিতে আমাদের উপজেলার অনেক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত বুলাকীপুর ইউনিয়ন। আজ সেখানে গিয়েছিলাম। ব্যক্তিগত তহবিল থেকে তাদেরকে সহযোগীতা করেছি। এই সহযোগীতা অব্যাহত থাকবে।’

বার্তা বাজার/জে আই