নেত্রকোনার দুর্গাপুরে সুসঙ্গ পাঠকেন্দ্রের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের বই পাঠে উদ্বুদ্ধকরন কর্মশালা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বামনপাড়া এলাকায় এ কর্মশালার উদ্বোধন করেন কবি অনিন্দ্য জসিম। স্বাগত বক্তব্য রাখেন সুসঙ্গ পাঠকেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদা আকন্দ।

কর্মশালায় মহিলা ডিগ্রি কলজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও কবি দুনিয়া মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এম কে সি এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর রিপন, সুপ্রিম কোর্টের আইনজীবী সজয় চক্রবর্ওী, ডা. কামরুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সজীম শাইন, সাধারন সম্পাদক ওয়ালী হাসান কলি,নিসচার সভাপতি এম এন আলম, কবি জীবন চক্রবর্ওী, বিদ্যুৎ সরকার, শফিউল স্বপন, জনপদ চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক দিলোয়ার তালুকদার, ইয়াসিন মিয়া, আদনানুর রহমান, হিমু পাঠাগার সভাপতি মাসুদ রানা,মুর্শিদা আকন্দর পিতা সুরুজ মিয়া, মিমি চৌধুরী, মিনারা আক্তার সহ শিশু কিশোররা।

কর্মশালা শেষে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সুসঙ্গ পাঠকেন্দ্রের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

বার্তা বাজার/জে আই