নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, বাংলাদেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।

আমেরিকা ভিসানীতি প্রয়োগ করে সরকারকে ভয় দেখানো যাবে না। সংবিধানের বাহিরে কোন শক্তি নেই এই সরকারকে হঠিয়ে অনির্বাচিত সরকার কায়েম করে।

এমপি বকুল বিএনপি আরো বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে বোম মেরে মানুষ পুড়িয়ে মারে আর শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে মডেল মসজিদ প্রতিষ্ঠা করে। আওয়ামী লীগের আমলে এই জনপদের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। বিএনপি-জামায়াত আবারো ষড়যন্ত্র করে সামরিক শাসন জারি করতে চাই। তারা যদি অনির্বাচিত সরকার কায়েম করে ক্ষমতায় আসতে চাই। আমরা তাদের খাতির করবো না। বিএনপি-জামায়াতের পায়ের তলার মাটি আমরা সরিয়ে দেবো। বাংলাদেশে বর্তমান যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার কোন বিকল্প নেই।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নাটোরের বাগাতিপাড়া উপজেলা পাইলট মডেল হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন নাটোর-১ (বাগাতিপাড়া- লালপুর) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিএনপি-জামায়াতের অপরাজনীতি, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশব্যাপী অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে এই উন্নয়ন ও শান্তি সমাবেশে অন্তত ৫০ হাজার মানুষ উপস্থিত হন। স্থানীয় প্রবীন
ব্যক্তিদের মতে এই সমাবেশ ছিল স্মরনকালে বিশাল সমাবেশ। সমাবেশে স্কুল মাঠ মানুষে মানুষে পরিপুর্ন হয়ে যায়। তীব্র গরম সত্বেও সববয়সী মানুষ উন্নয়ন
অগ্রযাত্রায় শরীক হতে সমাবেশস্থলে এস জড়ো হন। প্রধানমন্ত্র শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার প্রতি সমর্থন জানাতেই মানুষের এ ঢল নামে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় ।

সমাবেশ মঞ্চে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন অসুস্থ্য রোগীর সু- চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রত্যেককে ৫০
হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার চেক বিতরন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।

বার্তা বাজার/জে আই