নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) CSTE ক্লাব কর্তৃক ” Network Engineering as a carrer: Present and Future ” শিরোনামে একটি কর্মশালা আয়োজিত হয়েছে।

১৮ ই মে ( বৃহস্পতিবার) সকালে নোবিপ্রবির IQAC কক্ষে CSTE ক্লাব কর্তৃক ” Network Engineering as a carrer: Present and Future ” শিরোনামে একটি কর্মশালা আয়োজিত হয়। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বি. এম. মাকসুদুল হক।

” Network Engineering as a carrer: Present and Future “কর্মশালায় নেটওয়ার্কিং এর বর্তমানে সার্বিক পরিস্থিতি, ক্যারিয়ার, চ্যালেন্জ, নেটওয়ার্কিং সেক্টরে বাংলাদেশের ভবিষ্যৎ,জব রোল, নেটওয়ার্কিং সেক্টরে নারীদের ভুমিকা নিয়ে আলোচনা করা হয়। নেটওয়ার্কিং এর উপর বিভিন্ন সার্টিফিকেশন প্রোগ্রাম সম্পর্কে ধারণাও দেওয়া হয় কর্মশালায়।

এসময়ে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবির আইটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক সহকারী অধ্যাপক এ. আর. এম মাহমুদুল হাসান রানা, আইটি সেলের সহকারী পরিচালক সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হোসেন সহ নোবিপ্রবির শিক্ষার্থীবৃন্দ। কর্মশালায় সহকারী অধ্যাপক এ. আর. এম মাহমুদুল হাসান রানা কর্মশালার স্পিকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ভবিষ্যতে আরও এমন কর্মশালা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

বার্তা বাজার/জে আই