পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নে অসহায় অতিদরিদ্রদের মাঝে বিতরণকৃত ৩২’শ ৩০ কেজি চাল সরকারি খালি বস্তাসহ জব্দ করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় ওই অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে ৩জন কালোবাজারির নাম উল্লেখ করে থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, কুমেদপুর ইউনিয়নে ১শ’ ৯৫ জন উপকার ভোগীর মাঝে ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়। উক্ত VWB এর চাল কালোবাজারির উদ্দেশ্যে ক্রয় পূর্বক অভিযুক্ত রসুলপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র দুলাল হোসেন (৫৫) এর বসতবাড়ির ঘর হতে সরকারি চটের খালি বস্তা ৬১টি এবং প্লাস্টিকের ৫০ কেজি ওজনের ৩১ বস্তায় ১৫শ’ ৫০ কেজি চাল, একই ইউনিয়নের মরারপাড়া গ্রামের মৃত নবীউদ্দিন মন্ডলের দু’সহোদর পুত্র কামরুজ্জামান মন্ডল (৪৫) এর বসতবাড়ির ঘর হতে সরকারি ১৫টি বস্তায় ৪শ’ ৫০ কেজি এবং নুরুজ্জামান মন্ডল (৪০) এর বসতবাড়ির ঘর হতে ৪১টি বস্তায় ১২শ’ ৩০ কেজি চালসহ মোট ৩২শ’ ৩০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের বাজার মূল্য- ১লক্ষ, ১৩ হাজার ৫০ টাকা।

স্থানীয়রা জানায়, দুলাল হোসেন, কামরুজ্জামান মন্ডল ও নুরুজ্জামান মন্ডল দীর্ঘদিন ধরে কালোবাজারি ব্যবসার সঙ্গে জড়িত।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ থানায় এজাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এম আই