‘সবার আগে সুশাসন, জনসেবার উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রাহাত ইসলাম, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শত শত বছরের ক্রমবিবর্তনের ধারায় বাংলাদেশে সিভিল সার্ভিস এখন অনেক সুসংগঠিত এবং জনবান্ধব ও জনমুখী। জনগণের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে পাবলিক সার্ভিসে কর্মরত ব্যক্তিবর্গ কাজ করে যাচ্ছেন।

আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‍্যালি বের হয়। পরে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

বার্তাবাজার/এম আই