বিএনপিসহ বিরোধীরা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এর দ্বারা কোনো লাভ হবে না বলে মনে করেন তিনি। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী।

শনিবার (২২ জুলাই) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর পদ্মার দুর্গম চরে পুলিশ তদন্ত কেন্দ্র ও মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে। আর সেই সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচনে অংশগ্রহণ না করে কোনো ষড়যন্ত্র ও পাঁয়তারা করে লাভ হবে না। এদেশের জনগণ তাদেন চিহ্নিত করে ফেলেছে। তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

মন্ত্রী বলেন, ‘বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না। বিদেশিরাও দুই-এক দিনের মধ্য টের পেয়ে যাবেন তারা জনগণ থেকে দূরে সরে গেছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা মনে করি এই নির্বাচন কমিশন আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দেবে।’

প্রধানমন্ত্রী উন্নয়নের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাঙালি জাতি আলোকিত। আজকে বাংলাদেশ কোথায় থেকে কোথায় গেছে তা দেশের মানুষ ভালো করেই জানে। আমি সারা বাংলাদেশের খবর জানি, তারা আর অন্ধকারে ফিরে যেতে চায় না। তাদের একটাই কথা- যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন দেশ আলোকিত থাকবে।’

বার্তাবাজার/এম আই